ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

 


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি :


ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষ্যে শুক্রবার সকাল পৌনে ৭টায় গোয়ালচামট শহীদ স্মৃতিফলকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিএনপি ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


 পরে গোয়ালচামট স্মৃতিস্তম্ভ থেকে একটি স্বাধীনতা র‌্যালী বের হয়।  সকাল সাড়ে ৭টায় কোর্ট কম্পাউন্ডের স্বাধীনতা চত্ত্বরে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতীকী গনকবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। 


এর আগে সূর্যোদয়ের প্রাক্কালে পুলিশ লাইনস এ ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত, ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 


এদিকে সকাল ১১ টায় কবি জসীম উদ্দীন হলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সংবর্ধনা দেয়া হয়।  


এছাড়া জেলার  সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। 



Comments